জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার নেঙ্গাপীর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ভাদসা ইউনিয়নের ১/২ নাম্বার ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজন এ মাহফিল হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদসা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সার্জেন্ট ফরিদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্যানেল চেয়ারম্যান শাহ আলমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দলীয় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রেজা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।