প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২টি পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উচ্চমান সহকারী পদে এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দুটি পর্যবেক্ষণের জন্য কেন্দ্র
পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার (উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত)। পরীক্ষা পর্যবেক্ষণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। পরীক্ষার সার্বিক কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব
পালন করেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচাৰ্য্য।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.