প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক
গাজীপুর জেলা সংবাদদাতা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগের কনসালটেন্ট ও প-িতআইটি কনসালটিং ফার্মের সিইও মো. সরোয়ার মোর্শেদ পরাগ (৪০) মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন। পরাগের মরদেহ তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.