প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
জিএমপি কমিশনার ও উপদেষ্টা খোদাবক্সের অপসারণ চাইলেন মামুনুল হক
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার ডা. মোহাম্মদ নাজমুল করিম খান ও প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা- মোহাম্মদ খোদাবক্স এর অপসারণ চাইলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ব ইজতেমা ময়দানের ৬ নম্বর গেটের সামনে শুরায়ে নেজাম ( জুবায়ের পন্থী) আয়োজিত সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ মামুনুল হক এসব কথা বলেন।
তিনি গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার ডা. মোহাম্মদ নাজমুল করিম খান ও প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা- মোহাম্মদ খোদাবক্সকে আওয়ামিলীগের দোসর বলে আখ্যায়িত করে বলেন,আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে অবস্থান নিলাম। কোন পরিস্থিতি সৃষ্টি হলে ওই দুজনকে দায় নিতে হবে।
মামুনুল হক আরও বলেন আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা এখন দেশের বাইরে। এই সুযোগে খোদাবক্স ও কমিশনার নাজমুল করিম খান এসব করছে। একটি শান্তিপূর্ণ পরিবেশে মুরব্বিদের নিয়ে সমস্যা সমাধান করতে হবে।
মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে এবং মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আমানুল হক, মুফতি মাসুদুল কারিম, মাওলানা হামেদ জাহেরি প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন - মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা সালাউদ্দিনসহ দাওয়াত ও তাবলীগের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.