গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) দুপুরে তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কমিশনার বলেন, তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠন হওয়ার পর থেকে প্রায় চার বছর ধরে ওসি ইসমাইল হোসেন গাছা থানার অফিসার্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।