স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের নেতৃত্বে আগামী নির্বাচনে সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তা মিয়া।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কাশিমপুর থানা জাতীয় পার্টির আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপির নেতৃত্বে ও নির্দেশে জাতীয় পার্টির ওয়ার্ড থানা কমিটি গঠন করা হচ্ছে। দেশের মানুষ আজও সাবেক রাষ্ট্র পতি হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কথা ভুলে যায়নি।
কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ। এছাড়াও জাতীয় পার্টি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।