মোঃ মোখলেছুর রহমান স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ৮ নম্বর ওয়ার্ডে ৩৫ জন ইমাম মোয়াজ্জিন এর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল সাত এর সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান তার ব্যক্তিগত উদ্যোগে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
বুধবার (২০ মে) সকাল ১০ টা সময় তার নিজ কার্যালয় থেকে ইমাম ও মোয়াজ্জিনের হাতে ঈদ সামগ্রী গুলো তুলেদেন তিনি।
ঈদ উপহার সামগ্রী প্যাকেটে রয়েছে পোলার চাল,চিনি,সেমাই,সরিষার তেল,সোয়াবিন তেল,হলুদের গুড়া, মরিচের গুড়া,মাংসের মসল্লা, দুই প্রকার সেমাই, দুই প্রকার সাবান,লবণ,লুঙ্গী, নুডলসহ রয়েছে মোট ২১ প্রকার আইটেম ।
এসময় তিনি বলেন,২০১৩ সাল থেকে ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি ইমাম মোয়াজ্জিনকে জুব্বা দিয়ে আসছি। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জুব্বার পরিবর্তে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছি। তিনি আরো বলেন, ২০১৩ সালে আমার ওয়ার্ড থেকে একজন ইমামকে ব্যক্তিগত উদ্যোগে হজ্জ করিয়েছি। তার পাশাপাশি ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অত্র ওয়ার্ড থেকে দুইজন করে ইমামকে ওমরাহ্ হজ্জ পালনে সার্বিক ভাবে সহযোগীতা করে এসেছি । এবছরও ব্যক্তিগত উদ্যোগে দুইজন ইমামকে ওমরাহ্ হজ্জে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।