প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
জীবন মান উন্নয়নে বিদেশি ভাষা ও কারিগরী শিক্ষার বিকল্প নেই,বাউবি উপাচার্য

সরকারের হাতে নেয়া মেগা প্রকল্পগুলা বাস্তবায়িত হলে আমাদের জীবনের গতি আরও বাড়বে, উর্ধমুখী হবে আমাদের জিডিপি বললন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সম্বয়ক ও সেমিনারের রিসার্সপার্সন মোঃ. আখতার হোসেন। জীবন মান উন্নয়নে বিদেশি ভাষা ও কারিগরী শিক্ষার বিকল্প নেই। এই দুটা জানা থাকলে আমরা প্রবাস থেকে আরো রেমিটেন্স অর্জনে সক্ষম হব। এসডিজি বাস্তবায়নের মাধ্যমই মানব কল্যাণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়েত এগিয়ে যাচ্ছে সরকার।
কর্মশালায় বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সেমিনারে অন্য রিসার্সপার্সন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও একাডেমিক মাস্টার প্লান সম্পর্কে সরকারের গৃহীত পরিকল্পনা এবং শিক্ষাসহ নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোকপাত করেন । শিক্ষাক্ষেত্র স্মার্টনেস আনতে প্রযুক্তির সবার্ত্তম ব্যবহার এবং স্মার্ট শিক্ষানীতি নিয়ে কাজ চলমান বলেও উল্লেখ করেন তিনি।
কর্মশালা সভাপতিত্ব করেন উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এবং ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। সেমিনার সঞ্চালনা করেন একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং লাইব্রেরীএন্ড ডকুমেটশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সঙ্গীতা মারশাদ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.