বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন

জেলাভিত্তিক প্রতিযোগিতায় আবারও প্রথম স্থানে মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী

মিসবাহ ইরান, কক্সবাজার:
  • সময় কাল : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে।

SATV কর্তৃক আয়োজিত জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো ‘সাওতুল কোরআন’-এর সিজন সেভেনের জেলাভিত্তিক অডিশনে কক্সবাজার জেলা হতে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড লাভের সৌভাগ্য অর্জন করেছে কক্সবাজার শহরের সাড়াজাগানো শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের ক্ষুদে শিক্ষার্থী হাফেজ মুশফিকুর রহমান।

মা’হাদ আন-নিবরাসের সহকারী পরিচালক মাওলানা আনসারুল্লাহ জানান, আমাদের মা’হাদের শিক্ষার্থী হাফেজ মুশফিকুর রহমান বিগত কয়েকবছর যাবৎ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টি করে আসছে। সেই ধারাবাহিকতায়, আজও প্রথম হওয়ার সাফল্য অর্জন করেছে সে। আমরা আশা করছি, মুশফিকসহ মা’হাদের অন্যান্য শিক্ষার্থী সাফল্যের এই যাত্রায় অগ্রসর থাকবে।

মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠালাভের পর থেকেই মা’হাদ আন-নিবরাসের অর্জন ও সাফল্যযাত্রা সুচারুরূপে অব্যাহত রয়েছে এবং তা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের বুকে ইসলামি আধুনিক শিক্ষাব্যবস্থায় আমরা সকল সচেতন অভিভাবকের আদর্শের কেন্দ্র হতে চাই।

জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো-তে প্রথম স্থান অর্জনকারী মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী মুশফিকুর রহমান সকলের নিকট দু’আ কামনা করেছে।

4
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102