সারা দেশের ন্যায় আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অংশ গ্রহণের লক্ষে কুষ্টিয়া জেলার দৌলতপুর -মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সূচিত্রা সোমা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
গত ২৩ শে আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দেওয়ার শেষ সময় ১৫ ই সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ শে সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ শে সেপ্টেম্বর।
সামনে আসছে ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদপ্রার্থী সূচিত্রা সোমা তার বৃহত্তর এলাকাকে নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে পুরোদমে প্রচারনায় নেমেছে।
এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদপ্রার্থী সূচিত্রা সোমার নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী।
এছাড়াও তিনি নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে তৃণমূলের উন্নয়নে কাজ করছেন।ভাই যোগ করে দিন ২০০০ সাল থেকে ছাত্র রাজনীতি করে আসছি মথুরাপুর ডিগ্রী কলেজ থেকে দৌলতপুর থানার মহিলা আওয়ামী লীগ সদস্য বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা বিষয়ক কমিটির সদস্য আরো অঙ্গ সংগঠনের সাথে জড়িত দৌলতপুর উপজেলা আলোর মিছিল সেচ্ছাসেবক কমিটির উপদেষ্টা বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী ও সদস্য পদে আছেন তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।