জাতীয় আয়োজনের সাথে সমন্বয় রেখে আগামী ৪-৭ জুন জয়পুরহাটে শুরু হবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।
বুধবার (২৫ মে) দুপুর ১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এ তথ্য জানানো হয়।
৪ দিনব্যাপি জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে এ জেলায় মোট শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৪০ হাজার ৪৪৬ জনের মধ্যে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬০৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ২৭ হাজার ৮৩৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ০৮টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত মোট ৮২৫ টি কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে বলে সভায় জানানো হয়।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা চৈতীরায়, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরাতুল্লাহ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।