জয়পুরহাটে একশত পাঁচ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী কাজী মাসুদ(৫৮)কে সোমবার সকাল ১০টার দিকে শহরের কাশিয়াবাড়ী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। সে শহরের বিশ্বাসপাড়া (বান্ধা বটগাছ) এলাকার মৃত মোকলেছার কাজীর ছেলে বলে জানা গেছে।
অপরদিকে, জেলার কালাই উপজেলায় তিনশত ছিয়াশি পিস ইয়াবাসহ সহ মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব। দুপুর ২টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার হারুনজা গ্রামের মৃত তোজাম্মেল হোসেন ছেলে বলে জানা গেছে।
র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা তথ্য নিশ্চিত করে বলেন,
স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।