দ্রব্যমূলের উর্ধগতির প্রতিবাতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার বিকেলে শহরের নতুনহাট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুল রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সাবেরা আলাউদ্দিন হেনা, কেন্দ্রীয় যুবদলের নিবাহী কমিটি সহ সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় জেলার ৫ উপজেলার বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে অবিলম্বে দ্রব্যমূল্যে দাম কমানোসহ নিদলীয় সরকারের অধিনে নিবাচন দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।