জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় চকশ্যাম ৮ নং ওয়ার্ডের ৫ জন পরাজিত মেম্বার প্রার্থীর আয়োজনে নাসিমা গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
জেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি রফিকুল ইসলাম রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোগাছী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার আমেনা খাতুন ডলি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও সংগীত সন্ধ্যায় বাংলা গান গেয়ে দর্শকদের মাতালেন শিল্পী পাগল বিধান, ঐশী ও মাধবী।