জয়পুরহাটে ভুয়া র্যাব সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার খঞ্জনপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হলের, পৌর এলাকার সওদাগরপাড়ার মৃত সওদাগর শেখের ছেলে আলমগীর হোসেন(৫০)।
জয়পুরহাট র্যাব-৫, কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ বলেন, অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময় র্যাব,সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকুরি দেওয়া নামে, বিদেশ পাঠানোর নামে, পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
তার নিকট হতে ১ টি সেনাবাহিনীর ও একটি সিআইডির ভুয়া আইডি কার্ড এবং র্যাবের পোশাক পরিহিত ২ কপি ছবি পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।