জয়পুরহাটে মেসার্স রাবেয়া ট্রেডার্সের আয়োজনে টিভিএস অটো বাংলাদেশ কাস্টমার মিট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে শহরের শান্তিনগর এলাকার স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টার টিভিএস মোটরসাইকেল ব্যাবহারকারী প্রায় ২ শ'ত কাস্টমারকে নিয়ে এ আয়োজন করা হয়।
রাবেয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী উজ্জ্বল হায়াতের সভাপতিত্বে কাস্টমার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএসএম সেলস রাকিব হাসান, আরএসএম সার্ভিস ফজলুল হক, সি. এক্সিকিউটিভ সেলস জুলকিকার আলী ও এক্সিকিউটিভ পার্স মেহেদী হাসান।
এ সময় টিভিএস কোম্পানির মোটরসাইকেল চালানোর সময় কাস্টমারদের কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও সমাধানের পরামর্শ দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।