জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকবেনী গ্রামস্থ গোবরচাপা বাজারের রকি টেলিকম দোকানের ভিতর থেকে ১৭ কেজি গাঁজাসহ রবিবার সন্ধ্যা ৬ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চট্রগ্রামের পটিয়া উপজেলার জিরিনাথ পাড়ার সুনিল চন্দ্র নাথের ছেলে আবুল হাসান প্রান্তনাথ (নব মুসলিম)-(২৫) ও তার স্ত্রী খাদিজা (৪০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় উক্ত মাদক ব্যবসায়ীরা নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহকরে নওগাঁ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।