মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের ডিবি পুলিশ ভারত থেকে আমদানি করা কাগজ ভর্তি একটি কাভার্ডভ্যান তল্লাশি করে আড়াই’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১ টার দিকে ঝিকরগাছা উপজেলার কীর্ত্তিপুর ট্রাক স্ট্যান্ডের কাছে ট্রাকটি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানসহ ১৪ রিল ‘মিডিয়াম পেপার’ জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। আটক দ্বীপ কুমার বিশ্বাস (১৯) বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের তপন পদ বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।