ঝিকরগাছা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২ ইজিবাইক জব্দ
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ঝিকরগাছা থানার পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল ও ১ টি ইজিবাইক সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ৷
মঙ্গলবার ২৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারস্থ সজন হোসেন (২৫), পিতা-মাইফিজুল ইসলাম, সাং-জামালপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর এর চায়ের দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী ইজিবাইক চালক ১। মোঃ আমিনুর রহমান (৪৭), পিতা-মৃত উজির আলী, মাতা-মোছাঃ শহর বানু, সাং-মোহাম্মদপুর, ২। সেরেস্তালি (৪২), পিতা-আকবর আলী, সাং-মাগুরা (ধুনচি পাড়া), উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে ৭০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন।
ঝিকরগাছার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন এ সংক্রান্তে ঝিকরগাছা থানার মামলা নং-২৮, তারিখ- ২৫/০৬/২০২৪ খ্রি, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ) /৩৮ রুজু করা হয়েছে।