গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে টঙ্গী থানার শীতার্থ গরীব অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার টঙ্গী পাইলট স্কুল কলেজ মাঠে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহম্মেদ শান্ত বাবু, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, রাজিবুল হাসান রাজিব, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা, আফজাল হোসেন সরকার পাপেল, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন উদ্দিন সরকার, যুবলীগ নেতা আক্তার সরকার, ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর যুবলীগের আহহবায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, গাজীপুর মহানরগ যুবলীগ একটি মানবিক যুবলীগ। এ যুবলীগ সকল সময় গরীব অসহায় নিম্ম আয়ের মানুষের পাশে থেকে তাদেরকে সর্বাত্বক সাহায্য সহযোগিতা করে থাকেন। করোনার সময় খাদ্য সামগ্রী নিয়ে গরীব অসহায়দের পাশে ছিলো। সবসময় গাজীপুর মহানগর যুবলীগ গরীব অসহায় ও নিম্ন মানুষের পাশে থেকে সাহায্য সযোগিতার হাত বাড়িয়ে দিবে।