প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
টঙ্গীতে শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রচার শাখার সহকারী পরিচালক শাহ আলমসহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, স্থাণীয় পুলিশ ও গনমাধ্যম কর্মীরা।
আব্দুল জব্বার মন্ডল বলেন, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুর জেলার টঙ্গী দত্তপাড়া এলাকার বঙ্গ-সি ফুড প্রোডাক্টস নামক একটি শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচারসহ শিশু খাদ্য মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মসলা বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্স ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে অবৈধভাবে এসব খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণসহ বাজারজাত করা, শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করা, ওজনে কম দেয়া, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, ল্যাবের ফ্রিজে বিভিন্ন রিএজেন্টের সাথে পঁচা কাঁচা মরিচ ও গুড়া সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে বঙ্গ সি ফুড প্রডাক্টসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.