প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে হত্যা মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার
গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ বিশ্বাস নামে একজনকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী রিপন ওরফে রিপু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার ভোরে জিএমপি গাছা থানাধীন দক্ষিণ খাইলকৈর এলাকা থেকে র্যাব -১ পোড়াবাড়ি ক্যাম্পের কর্মকর্তা গ্রেফতার করে । দুপুরে র্যাব -১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন প্রেস ব্রিফিং এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
র্যাব জানায়, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের নাগরপুর থানাধীন পাইকশা এলাকায় যমুনা নদীর পাড়ে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা বনাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় ।
বিরোধের জেরে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় জয়নাল সরদারের ন্যাপিয়ার ঘাস ক্ষেতে আসামী রিপন ওরফে রিপু মিয়া (২০) সহ ৮/১০ জন মিলে দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, দা নিয়ে হামলা চালিয়ে এরশাদ বিশ্বাস (৩৮) কে মারপিট করে ফেলে রাখে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লের হাসপাতালের ভর্তি করে । ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় এরশাদের স্ত্রী জহুরা খাতুন(৩৬) বাদী হয়ে রিপন @ রিপু মিয়া (২০) সহ ১৫ জনে বিরোদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন । র্যাব-১, এর একটি আভিযানিক দল এ হত্যাকান্ডের আসামী গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ।
তথ্য প্রযুকক্তির মাধ্যমে মামলার প্রধান পলাতক আসামী রিপন ওরফে রিপু মিয়া(২০) কে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করেছে র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত রিপন মিয়া টাঙ্গাইলের নাগরপুর থানার পাইকশা এলাকার আবুল কালাম ওরফে কালু শেখের ছেলে ।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান । গ্রেফতারকৃত রিপন ওরফে রিপু মিয়াকে টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.