ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৮ জন আসামী গ্রেফতার করে জেলা আইন শৃঙ্খলা বাহিনী৷
শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য ২০৪১ সালের মধ্যে “স্মার্ট বাংলাদেশ” গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সমগ্র দেশে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশ জিআর ওয়ারেন্টমূলে মোট ০২ জন (রাণীশংকৈল-০১ জন, রুহিয়া-০১ জন) আসামী গ্রেফতার।
সিআর ওয়ারেন্টমূলে মোট ০৫ জন (সদর থানা-০২ জন, বালিয়া থানা-০১ জন ও রুহিয়া থানা-০২ জন) আসামী গ্রেফতার।
মাদক মামলায় মোট ০৫ জন ডিবি কর্তৃক-০২ জন হরিপুর থানা কর্তৃক-০১ জন ও ভূল্লী থানা কর্তৃক ০২ জন আসামী গ্রেফতার।
জুয়া আইনে মোট ০৪ জন (ভূল্লী থানা) আসামী গ্রেফতার।
চুরি মামলায় ০১ জন ও পূর্বের চুরি মামলায় ০১ জন (সদর থানা) মোট ০২ জন আসামী গ্রেফতার।নিরাপদ ঠাকুরগাঁও এর জন্য জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, মাদক, নারী নির্যাতন, উগ্রবাদ, অপহরন, সাইবার অপরাধ সম্পর্কে তথ্য দিন। প্রয়োজনে ফোন করুন। জরুরী প্রয়োজনে ফোন করুন পুলিশ সুপার ঠাকুরগাঁও
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।