ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে রাজু ইসলাম(১২) ও কাউসার আলী(০৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহত শিশুরা হলেন, গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম(১২) ও এই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাউসার আলী (০৮)।
পুলিশ জানায়,দুপুরে কাউসার ও তার ভাই নাঈম (৮) বাড়ির পাশের পুকুরপাড়ে বরই পাড়তে যায়। একপর্যায়ে পুকুরে পড়ে যায় কাউসার। পরে নাঈম তার চাচাতো ভাই রাজুকে ডেকে নিয়ে আসে। রাজু কাউসারকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও ডুবে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন শিশু দুটিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।