মালিকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, ১৪ জানুয়ারি সভার সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করবে নিবন্ধন কর্তৃপক্ষ।
সড়কে দুর্ঘটনার জন্য মোটরসাইকেল বেড়ে যাওয়াকে দায়ী করা হয়েছে। গত ১৪ জুন বিআরটিএ’র সভায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের প্রস্তাব করা হয়। পদ্মা সেতুতে মোটরাসাইকেল পারাপার নিষিদ্ধের পর ঈদযাত্রাতেও মোটরসাইকেল চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিআরটিএ'র পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে নিবন্ধিত ৫৩ লাখ ৫ হাজার ৯৩৬টি যানবাহনের মধ্যে ৩৭ লাখ ৫৩ হাজার ২১৮টি মোটরসাইকেল। যা মোট যানবাহনের ৭১ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে ২ লাখ ৯২ হাজার ২৮টি নতুন যানবাহন নিবন্ধন পেয়েছেন। যার ২ লাখ ৫২ হাজার ২৩৩টি বা ৮৭ শতাংশই মোটরসাইকেল।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে চলতি বছরে সড়কে যত মানুষের মৃত্যু হয়েছে, তার ৪২ শতাংশ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। গত জুনে ২০৪ জনের মৃত্যু হয়েছে। মোটর দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ ঘটছে মোটরসাইকেলের কারণে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।