সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনিক মনিটরিং জোরদার করা হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি এর নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনী দোকানে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বয়লার মুরর্গী ও একটি মুদি দোকানে মুল্য তালিকা না টানিয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। পাশা পাশি যেন পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন পন্যর দাম বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক সংকেত দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন,তাড়াশ থানার এ এস আই মাসুদ রানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সাটিফিকেট সহকারী আবুল কালাম আজাদ, নাজির মোঃ আলমাহমুদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি বলেন,পবিত্র মাহে রমজান মাসে যেন বাজারে নিত্য পন্যর মুল্য বেশি নিতে না পারে ও ভেজাল পন্য বিক্রি না করতে পারে সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।