সিরাজগঞ্জের তাড়াশে পুরাতন পুকুর সংস্কারকালে প্রাচীন একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শহীদুল ইসলাম ।
শুক্রবার (৩১মার্চ) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে জয়নাল আবেদীন পুরাতন পুকুর সংস্কারকাজ করার সময় এলাকাবাসী প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে ।
পরে মূর্তিটি উদ্ধারের খবর থানায় দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি থানায় নিয়ে আসে। বিষ্ণু মূর্তিটি বর্তমানে থানায় রয়েছে। এই মূর্তিটির মূল্য কত তা এখনো জানা যায়নি।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, ঘরগ্রামে জয়নাল আবেদীনের পুকুর সংস্কার কালে ভগ্নদশার একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয়রা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এর মূল্য জানা যাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।