সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায ৫দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি আটক না হওয়ায় জনগণের মধ্যে দেখা দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তাড়াশ প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে প্রতিবাদ সমাবেশে করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিক্ষোভ সমাবেশ সভাপতিত্বে করেন, তাড়াম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার।
এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সংলগা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু,তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, ইউপি চেয়ারম্যান মইনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমূখ।
উল্লেখ্য যে,গত ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ২০/২৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী দূর্বৃত্ত ভোগলমান চার মাথা বাজারে এসে ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে।
ওই সময় সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে চার রাউন্ড গুলি করে তাঁর মৃত্যু নিশ্চিত করে ঘটনা স্থল ত্যাগ করে ।
নিহত আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ নয় বছর দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন ও পাঁচ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিবাদ সমাবেশে এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে আটক করে বিচারের আওতায় আনা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।