রফিকুল ইসলাম, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই
অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জুড়ে মাইকিং এর মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হওয়ার অনুরোধ জানান হয়।
সোমবার সকালে যাচাই-বাছাই উপলক্ষে পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের যাচাই-বাছাইকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা পাওয়ার যোগ্য এমন লোকজনের সমাগম ঘটে। ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের সনাক্ত করেন উপজেলা পরিষদের সমাজ সেবা কর্তকর্তা আলা উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফরিদুল ইসলাম
সহ ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চলতি বছর ওই ইউনিয়নে বয়স্ক ৬২, বিধবা ৬৬ এবং প্রতিবন্ধী ২০০ জনকে ভাতার আওতায় আনা হবে বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে।