প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
তাড়াশের মাধাইনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব।
তিনি আগামী অর্থ বছরের জন্য মোট ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ১ শত ৬৫ টাকা আয় ও ৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৫ শত ৬৫ টাকা ব্যয় দেখিয়ে এ বাজেট ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, হিসাব সহকারী আবু হাসেম, ইউপি সদস্য মোক্তার হোসেন, শফিকুল ইসলাম শফি, আলামিন হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল মান্নান, মহিলা ইউপি সদস্য শাহিদা খাতুন, চায়না খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব বলেন, বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করতে সক্ষম হবো। তবে রাস্তা ঘাট, স্কুল মাদ্রাসার উন্নয়নে অধিক বেশির ব্যয় ধরে ইউনিয়নকে ডিজিটাল হিসেবে গড়ে তুলা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.