জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও দিবস উপলক্ষে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই মার্চ) সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সচিব নির্মল কুমার,ইউপি সদস্য আকতার হোসেন, ছোলেমান,শামছুল হক,শরিফুল ইসলাম,ফুলোন,উর্ষা রানী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বলেন, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ঐতিহাসিক ৭ই মার্চ এক অন্যান্যদিন। ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আজ বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।