উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের নেতৃত্বে সমাবেশে যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবকদল সহ শত শত নেতা-কর্মী অংশ গ্রহন করেছিলেন ।
তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী ও লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আমরা শত শত নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করি। পরে পুলিশের বাঁধায় আর সমাবেশ করা সম্ভব হয়নি।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, বিএনপির লোকজন জরো হয়ে সড়কে বিশৃংখলা সৃষ্টি করে। এ সময় আওয়ামী লীগ দলীয় লোকজন গিয়ে তাদেরকে প্রতিহত করে।
তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন বলেন, বিএনপির লোকজন সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে পারে এমন খবর জানতে পেরেই আমরা যুবলীগের নেতা -কর্মী ছাত্রলীগ কে সাথে নিয়ে বিএনপির সমাবেশ পন্ডু করে দেই।
তাড়াশ থানার ওসি মো: ফজলে আশিক বলেন, কোন প্রকার অনুমতি না নিয়েই বিএনপির নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বেড় করলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে মিছিল পণ্ড করে দেয়।