সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় উফসি রোপা আমন ধান উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিমের সভাপত্বিতে ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনেউপজেলার আটটি ইউনিয়নের ১৭শত কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, বারুহাস ইউপি চেয়ারম্যান মো: ময়নুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।