প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ
তাড়াশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী রালী ও আলোচনা সভা
সিরাজগঞ্জের তাড়াশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি (জ্যাইকার) অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহীর অফিসার মেজবাউল বাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাগিব মাহফুজ, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা অন্তর মাহমুদ,জ্যাইকা প্রতিনিধি আব্দুল্লাহ প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.