নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধরণ সম্পাদক ও সগুনা ইউপি
চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহিষলুটি মহা সড়কে চলন্ত গাড়ীর সাথে মোটর সাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত টি এম কামরুল হাসান (৩৫) উপজেলার কুন্দইল গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে ও সগুনা ইউপি চেয়ারম্যান টি এম আব্দুলাহলে বাকির ছোট ভাই।
টি এম কামরুল হাসান সগুনা ইউপি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউরাইল ইসহাক-তফের আলী কারিগরি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।
মৃত্যুকালে ৩ বছর বয়সী শিশু কণ্যা ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান মুঠোফোনে দূর্ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে বলেন-দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পাঠানো হয়েছে। জানাগেছে ঘটনার স্থলেই এক জন মারা গিয়েছে।