সিরাজগঞ্জের তাড়াশে হাতিতে চরে হয়ে গেল এক নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) এর ব্যতিক্রম ধরনের বিজয় মিছিল। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের ৬ নং হামকুরিয়া ওর্য়াডে।
গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হয় ইব্রাহীম হোসেন মৃধা। তাই গ্রামবাসী ২ টি হাতি ও একটি ঘোড়ার গাড়ীতে চরে নারী-পুরুষ এক সাথে ব্যাতিক্রম এ আনন্দ মিছিলে মেতে উঠেছেন ।যা এক নজরে দেখতে ভীর জমাচ্ছেন উচ্ছুক জনতা।
এ ব্যাপারে নব নির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা বলেন, আমাকে আমার ভোটার বৃন্দরা ভালো বেসে ভোট প্রদান করে নির্বাচিত করেছেন এ জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ায় ভোটার বৃন্দরা আনন্দিত হয়েছে। তাই তাদের আনন্দকে আরও উল্লাসিত করতে আমি ও আমার কর্মীবৃন্দ মিলে এ আয়োজন করেছি।