সিরাজগঞ্জের তাড়াশে আধুনিক খাদ্য সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার ৬ হাজার টি হতদরিদ্র পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে এ বিতরণের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইয়াছিন আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা তাড়াশ খাদ্য গুদাম মোঃ কাওছার রহমান। জানা গেছে, খাদ্য অধিদপ্তরের ২০২১-২২ ইং অর্থ বছরে খাদ্য সংরক্ষনাগার প্রকল্পের আওতায় দুর্যোগের সময় জরুরী খাদ্য সংরক্ষণের জন্য এ পারিবারিক সাইলো বিতরণ করা হয়।