প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ২:৩২ অপরাহ্ণ
তুরাগ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
আজ সকাল সাড়ে ৮ টার সময় ধীরাশ্রম রেল স্টেশনে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়। এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
টংঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান এ তথ্য জানান।
ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌছার পর ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে যায় ।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, তুরাগ এক্সপ্রেস ট্রেনের দুই নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.