প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ,গাজীপুরে যুবদল নেতা বহিষ্কার
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এস এম পলাশ চঞ্চলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও বলা হয় বহিস্কৃত নেতাকর্মীদের অপকর্মের দায়ভার দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যো এ সিদ্ধান্ত কর্যকর করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.