প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নীলা খাতুন (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৯ মে) দুপুর ১ টা ৫০ মিনিটের সময় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
মৃত নীলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিক এর মেয়ে। সে জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কি কারণে ওই পোশাক কর্মী দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি? তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত আসছে------
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.