দিনাজপুর সদর এলাকার নিরাপত্তার সহায়ক অত্যাধুনিক ক্লোজসার্কিট ক্যামেরা নেটওয়ার্ক শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি রবিবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে দিনাজপুর সদর এলাকার নিরাপত্তার অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা নেটওয়ার্ক শুভ উদ্বোধন করেন ইকবালুর রহিম হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
জাতীয় সংসদ হুইপ ইকবালুর রহিম কে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম (পিপিএম) বার।
জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন এবং হুইপ পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ
জাকী, শচীন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সুজন সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মর্তুজা- আল মুঈদ সদর উপজেলা নির্বাহী অফিসার, রেজওয়ানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর) দিনাজপুরসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।