দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তাফাপুর ইউনিয়নের খড়িবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
বালু তোলার স্থানে মালিক বিপ্লব সরকার বলেন আমি পুকুর খনন করছি, পুকুর খননের জন্য সরকারী কাগজ আছে।আরও বলেন বালু ট্রাক্টর দিয়ে বিক্রি করছি ৩০০টাকা দরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তাফাপুর ইউনিয়নের খড়িবাড়ী এলাকায় পলিকাপুর মৌজায় ৭-৮ টি ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করছেন , প্রতি গাড়ি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন বলেনঃ অবৈধভাবে বালু উত্তোলন করছেন ক্ষমতার জোরে।
এব্যাপারে ৭ নং মোস্তাফাপুর ইউনিয়ন পরিষদের ভূমি অফিস কর্মকর্তা মানিক বলেনঃ এসিল্যান্ট স্যারকে জানান ।
এ ব্যাপারে স্থানীয়রা বলেনঃ প্রায় ২০ দিন থেকে বালু উত্তোলন করছে ক্ষমতার জোর দেখিয়ে ,এতে করে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলনের ফলে এলাকায় লোকজন চলাচল করলে চোখেমুখে বালু পড়ছে।
পার্বতীপুর উপজেলার এসিলেন্ট প্রীতম সাহা বলেন ঃআমি বিষয়টি দেখছি।