মহেশখালীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কালারমারছড়া নবদূত যুব উন্নয়ন ক্লাবের ঈদপুণর্মিলনী ও সাধারণ সভা বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মুনতাসিব মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা শাহেদুল হক শিমুল, দেলোয়ার হোসাইন সাঈদী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক নূরুল মোস্তফা জুয়েল, নির্বাহী সদস্য আ,ন,ম,মুর্শেদ, দোস্ত মোহাম্মদ, সিনিয়র সদস্য জসিম উদ্দিন ও মিছবাহ উদ্দিন ইরানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে বিজয় দিবস ট্রপি আয়োজন করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন বলেন,বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। ভবিষ্যতে আরো নতুন নতুন কর্মসূচি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এসব সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।সভায় ক্লাবের সাধারণ সম্পাদক এস,এম,এরফানুক হক তারেক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।