পাবনার ভাঙ্গুড়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালীবাড়ি বিঘ জয়েন্ট আইটি ক্রিকেট একাদশ জয়লাভ করেছে। অষ্টমনিষা ইউনিয়নের ডাঙ্গা পাড়া খুব সমাজের আয়োজনে শুক্রবার রাতে ডাঙ্গা পাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ১২ ওভারের খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। খেলায় কালীবাড়ি বিঘ জয়েন্ট আইটি ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে জয়লাভ করে। রানার্সআপ হয় কলকতি ইয়াং ষ্টার ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ফজলুল হক এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন সুজন আহমেদ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ডাঙ্গাপাড়া গ্রামের কৃতিসন্তান আল্লেক ও জাহাঙ্গীর হোসেন।
খেলায় উপস্থিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, যুবনেতা মনিরুজ্জামান মনি,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ আলতাব হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর মোঃ সাহেব আলী, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ সন্মানিত অতিথিরা খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর মোঃ সাহেব আলী
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।