চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক্ট্রারের ধাক্কায় শিহাব নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি নেজামপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মোঃ তৌহিদুল ইসলাম এর ছেলে শিহাব (১৮)। প্রত্যক্ষদর্শীরা ও মৃতের পরিবার জানান, আজ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে নেজামপুর বাজার থেকে শিহাব মুড়ি পিঁয়াজু কিনে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে চড়ে যাচ্ছিল। ঐ সময় নেজামপুর বাজারের মানিবুরের দোকান ঘর থেকে, নবাব অটো রাইস মিলের ট্রাক্ট্রর গম ভর্তি করে মিলে যাওয়ার পথে, পেছন থেকে সাইকেল আরোহী শিহাবকে সজোরে ধাক্কা দেই এবং রাস্তায় পড়ে গেলে পেটের উপর দিয়ে ট্রাক্ট্রারের চাকা চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাক্টরটি জব্দ করে এবং ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।