তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তদের বিকাশ সাধন প্রকল্পের ৫টি ট্রেড প্রশিক্ষণের উত্বোধন করেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
সোমবার বেলা ১১টায় কালাই পৌর এলাকার দাশপুকুর কলেজ পাড়ায় কালাই জাতীয় মহিলা সংস্থার সভাপতি রত্না রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, ট্রেড প্রশিক্ষক মাহবুবা সরকারসহ অন্যরা।
৫০ জন করে ৪০দিনের ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।