লালমনিরহাটে চাল, ডাল, তেলসহ নিত্য-প্রয়োজনীয় জিনিস-পত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণ অধিকার পরিষদ জেলা শাখা।
শুক্রবার (১০ ফ্রেবুয়ারী ) বেলা ১১টা থেকে গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক নুরনবী সরকারের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব বাবেল আকতার শীষ, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম সবুজ, গণ অধিকার পরিষদ আদিতমারী উপজেলার আহবায়ক মমতাজ উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে নিত্য-প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম কমাতে হবে এবং নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।