শিরোনামঃ
সিরাজগঞ্জে আ.লীগের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস  উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  কালিয়াহরিপুর  ইউনিয়নের  ভাতাভাোগীদের “লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত  দুই দফা আদালতে নিষেধাজ্ঞা অমান্য কালীগঞ্জে ওয়াকফ এষ্টেটের ৩৩.৩৮ একর সম্পত্তি বেদখল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম খান গাজীপুরে মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুকসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বারিতে নিরাপদ খাদ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ বারি’তে পার্টনার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার গোমস্তাপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত চাটমোহরে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত বরগুনা জেলা পর্যায় শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়ায় খাইরুল ইসলাম মুন্নাকে কলেজ থেকে সংবর্ধনা কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কিস্তির টেহা দিতো পারছেনা দেইখা ভাইরে জবো কইরা লাইছে সিরাজগঞ্জে দৈনিক ডেল্টা টাইমস্ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব-১ এর বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন গাজীপুরের কোনাবাড়ীতে অটো-চালককে গলাকেটে হত্যা  নির্বাচনী ইশতেহারে দেওয়া কথা রাখলেন সেলিম কাউন্সিলর

পদ্মা সেতুর শেষ পর্যায়ের কাজ চলছে দ্রুতগতিতে

কলমের বার্তা / ১০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

আগামী ২৩ জুন পদ্মা সেতু খুলে দিতে ব্রিজিং ফেসিলিটিসসহ শেষ পর্যায়ের কাজ চলছে নিরবচ্ছিন্নভাবে। গত কয়েক মাসে অগ্রগতি আধা শতাংশ হলেও জানুয়ারিতে হয়েছে দ্বিগুণ। মূল সেতুর অগ্রগতি এখন ৯৬ দশমিক ২৫ শতাংশ।

নিজস্ব অর্থায়নে তৈরি স্বপ্নের পদ্মা সেতু খুলে দিতে এখন ফিনিশিংয়ের কাজ চলছে বিশেষ গতিতে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা সেতুর মোট আটটি ১, ৭, ১৩, ১৯, ২৫, ৩১, ৩৭ ও ৪২ নম্বর খুঁটির মুভমেন্ট জয়েন্টগুলো বসানোর পর চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। গত কয়েক মাসে অগ্রগতি আধা শতাংশ হলেও জানুয়ারিতে দ্বিগুণ হয়েছে। মূল সেতুর মুভমেন্ট জয়েন্ট অগ্রগতি ৯৪ দশমিক ৩৮ শতাংশ। আর ভয়াডাক্টের মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি ৯৫ শতাংশ। সেতুর এমন অগ্রগতিতে খুশি পদ্মা পারের মানুষ।

এদিকে চীন থেকে আসা সেতুর বাকি ল্যা¤প পোস্টের চালান সেতু এলাকায় পৌঁছেছে। চলছে ব্রিজিং ফেসিলিটিস, ওয়ে স্টেশন ও ওভার লোড স্টেক ইয়ার্ডসহ শেষ পর্যায়ের কর্মযজ্ঞ। নিজস্ব অর্থায়নে তৈরি স্বপ্নের পদ্মা সেতু বাঙালীকে বিশ্বের দরবারে বিশেষ উচ্চতায় নিয়েছে।

এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তের রেললিঙ্ক প্রকল্পে রেলস্টেশন, ভায়াডাক্ট, রেল সেতু ও রেললাইনের কাজ চলছে পুরোদমে। পদ্মা সেতুর সঙ্গে রাজধানীর রেল সুবিধা দ্রুত সংযুক্ত করতে ঢাকা থেকে মাওয়া অংশের কাজে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ৩৯ দশমিক ৬৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে এখন হরদম চলছে কাজ। চীনা ঠিকাদার সিআরইসি রেললাইন, রেলস্টেশন ও রেল সেতু নির্মাণ করছে সেনাবাহিনীর সিএসির তত্ত্বাবধানে।

এই অংশের পলাশপুর এলাকায় শুরু হয়েছে পাথরবিহীন রেললাইন বসানোর কাজ। ক্রেনে করে ভায়াডাক্টের উপরে লোহার রেললাইন তোলা হচ্ছে। লোহার গেজবাফল, ইলাস্টিক ক্লিপ, ফাইবারের ইন্সুলেটার ও ফাসনার কানেক্টর দিয়ে আটকে দেয়া হচ্ছে স্লিপারের সঙ্গে। প্রকৌশলী ঢাকা থেকে যশোর ১৭২ কিলোমিটার দীর্ঘ প্রকল্প শেষ হবে ২০২৪ সালে। আর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেললাইন চালুর কথা রয়েছে চলতি বছরের ১৬ ডিসেম্বর। কাজ চলছে তিন শিফটে। চীনা ঠিকাদার ‘সিআরইসি’ বাংলাদেশ সেনাবাহিনীর সিএসির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

পদ্মা সেতু রেললিঙ্ক প্রকল্পের পরামর্শক মেজর মোঃ ইশতিয়াক আল-আজম, মাওয়া থেকে রাজধানী পর্যন্ত ৩৯ দশমিক ৬৩ কিলোমিটার অংশের অগ্রগতি ৫০ শতাংশের বেশি। রেললিঙ্ক প্রকল্পের ঢাকা অংশে ১৬ দশমিক ৬ কিলোমিটার ভায়াডাক্টের সাড়ে ১০ কিলোমিটারে স্প্যান বসে গেছে। এখন বসছে পাথরবিহীন রেললাইন।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মোঃ সফিকুল ইসলাম জানান, সেতুটি যথা সময়ে চালু করতে কাজ এগুচ্ছে ধাপে ধাপে। সেতুতে গ্যাস পাইপলাইন স্থাপন অগ্রগতি ৮৯ দশমিক ২৪ শতাংশ। আর ৪০০ কেভি টিএল প্ল্যাটফর্ম কাজ শেষ হয়েছে ৭০ ভাগ। নদী শাসন, পরিবেশ ও দুই পাড়ের এ্যাপ্রোচসহ আট কাজ নিয়ে সেতুর সার্বিক অগ্রগতি সাড়ে ৯০ শতাংশ। তবে মূল সেতুর অগ্রগতি ৯৬ দশমিক ২৫ শতাংশ।

নদী শাসনের কাজের অগ্রগতি ৮৮ শতাংশ। আর সেতুর সার্বিক অগ্রগতি সাড়ে ৯০ শতাংশ। এদিকে চীনা নববর্ষ উপলক্ষে প্রকল্প এলাকায় গত মঙ্গলবার চীনা সংস্কৃতির অংশ হিসেবে বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। বার্ষিক এই উৎসবে চীনা কর্মীরা ছুটি কাটান। প্রকল্পের ইয়ার্ডের ভেতরেই জাঁকজমক এই আয়োজন হয়। এই উৎসব ঘিরে অনেক চীনা দেশে ফিরে পরিবারের সঙ্গে এই উৎসবে অংশ নিলেও করোনার কারণে এবার যেতে পারেননি। তাই সেতুতে কর্মরত সকলেই প্রকল্প এলাকার উৎসবে অংশ নেন।

41
Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর