"আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু" এই স্লোগানকে সামনে রেখে মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার উদ্যোগে স্বপ্নের "পদ্মা সেতু"র শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় গোড়াই বাস স্ট্যান্ডে এই আনন্দ র্যালি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোড়াই হাইওয়ে থানার টিআই রফিকুল ইসলাম,কমিউনিটি পুলিশের সভাপতি মিজু আহমেদ,ম্যাক্সি গাড়ি মালিক সমিতির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, এসআই রফিকুল ইসলাম, এটিএফআই মনজুরুল ইসলাম সহ প্রমূখ।
র্যালি শেষে টিআই রফিকুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সেতু।আজ সেই সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এতে আমরা সাড়া বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব বলে মনে করি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।