আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ'র চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০২এপ্রিল ২০২৪), সকাল ৯টায় বহুলী ইউনিয়ন পরিষদ চত্বরে ২ হাজার ৯'শ ৬ জন হতদরিদ্রকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
বহুলী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ এর সভাপতিত্বে ভিজিএফ'র (চাউল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আক্তারুজ্জামান।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক , ট্যাগ অফিসার মোঃ শফিকুল ইসলাম, ইউপি সচিব আসলাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-১ আলম তালুকদার, প্যানেল চেয়ারম্যান ২ আতিকুর ইসলাম, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, রেজাউল করিম, আরিফুল ইসলামসহ অন্যান্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।
বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ বলেন, বহুলী ইউনিয়নের হতদরিদ্রদের যাচাই-বাচাই করে গরীব, দুস্থ্যদের চিহ্নিত করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এই ভিজিএফ এ কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।